Website Design and Develop
by an expert designer and developer
আপনার প্রতিষ্ঠানের জন্য একটি ওয়েবসাইট- আপনার আয়না স্বরূপ। আপনার প্রতিষ্ঠানের একটি ওয়েবসাইট থাকলে আপনার প্রতিষ্ঠানের তথ্য, উপাত্ত, কর্মসূচী ইত্যাদি জনে জনে নতুন করে বলার প্রয়োজন নেই। যে কেউ এক ঝলকে আপনার প্রতিষ্ঠানকে ইভাল্যূয়েশন করতে পারবে ।
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট একটি সেরা প্রয়োজনীয় সরঞ্জাম হিসেবে বিবেচনা করা যায়, যার কারণে একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট প্রয়োজনীয় হতে পারে:
1. পেশাদার প্রস্তুতিতা: একটি প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট দ্বারা আপনার পেশাদার প্রস্তুতিতা অনুভব করানো যায়। প্রতিষ্ঠানের লোগো, বিজনেস স্লোগান, ওয়েবসাইটের ডিজাইন ইত্যাদি আপনার প্রতিষ্ঠানের পেশাদার মুখ স্থাপন করতে সাহায্য করতে পারে।
2. গ্রাহক পরিষেবা: একটি প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট দ্বারা গ্রাহকদের জন্য উপযুক্ত সেবা প্রদান করা যায়। গ্রাহকরা ওয়েবসাইট থেকে উপকারিতা পেতে পারে, যেমন প্রোডাক্ট বা সেবা সম্পর্কে তথ্য, অনলাইন অর্ডার করা, সমর্থন সেবা, ফিডব্যাক প্রদান ইত্যাদি।
3. বিশ্বব্যাপী স্থানীয়তা: ওয়েবসাইট প্রাতিষ্ঠানের বিশ্বব্যাপী স্থানীয়তা সৃষ্টি করতে সাহায্য করে। এটি আপনার প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক বা দেশীয় বাজারে প্রদর্শনী করতে সাহায্য করতে পারে এবং বিশ্বব্যাপী গ্রাহকদের আকর্ষণ করতে সাহায্য করতে পারে।
4. মার্কেটিং এবং প্রচার: ওয়েবসাইট একটি কার্যকর ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে। ইউটিউব, সোশ্যাল মিডিয়া, সার্চ ইঞ্জিন প্রমোশন, ইমেল মার্কেটিং, (SEO), পেইড এডস এবং আরও অনেক উপায়ে প্রচার এবং বিপণন করা যায়।
5. বিশ্লেষণ এবং ডেটা সংগ্রহ: ওয়েবসাইট দ্বারা প্রতিষ্ঠানের প্রচ্ছদ, গ্রাহক প্রয়োজনীয়তা, সেবা বা প্রোডাক্ট ব্যবহারের প্রাসঙ্গিকতা ইত্যাদি সংগ্রহ করা যায়, যা বিশ্লেষণে ব্যবহৃত হতে পারে এবং আপনার প্রতিষ্ঠানের পারফর্মেন্স বৃদ্ধি করতে সাহায্য করতে পারে।
6. আঞ্চলিক গোপনীয়তা এবং নিরাপত্তা: প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট আঞ্চলিক স্তরে গোপনীয়তা এবং নিরাপত্তা প্রদান করতে সাহায্য করতে পারে। গ্রাহকদের সামাজিক সেবা বা অর্ডার প্রক্রিয়া এনক্রিপ্ট করা যায় যাতে তাদের ব্যক্তিগত তথ্য নিরাপদ থাকে।
সুতরাং, একটি প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট প্রতিষ্ঠানের দরজা খুলে তাদের ক্রিয়াকলাপে একটি বিশেষ সম্পর্ক স্থাপন করতে সাহায্য করতে পারে এবং আপনার ব্যবসায়ের কাছাকাছি অনলাইনে উপস্থিতি সৃষ্টি করতে সাহায্য করতে পারে।
আমাদের প্যাকেজ সমূহঃ
প্যাকেজ এক - অফিসিয়াল / প্রাতিষ্ঠানিক
- লাইট স্পিড ডাইনামিক/স্ট্যাটিক ওয়েবসাইট।
- সম্পূর্ন রেসপন্সিভ ওয়েবসাইট।
- 10 জিবি হোস্টিং + ডোমেইন (প্রতি বছর রিনিউ)
- লাইভ চ্যাটিং।
- বিক্রয়োত্তর সেবা।
প্যাকেজ মূল্যঃ 12,000/=
প্যাকেজ দুই - ই-কমার্স ওয়েবসাইট
- লাইট স্পিড সম্পূর্ন ডাইনামিক ওয়েবসাইট।
- সম্পূর্ন ডিভাইস রেসপন্সিভ ওয়েবসাইট।
- 10 জিবি হোস্টিং + ডোমেইন (প্রতি বছর রিনিউ)
- লগ ইন ও সাইন আপ সিস্টেম।
- কাস্টমার প্রোফাইল + প্রোফাইল আপডেট।
- পন্য অর্ডার + আপডেট + ডিলিট (কার্ট সিস্টেম)।
- সম্পূর্ন ডাইনামিক (সিকিউরড) এডমিন প্যানেল।
- এডমিন প্যানেল থেকে লোগো, ক্যাটাগরী, সাব-ক্যাটাগরী, পণ্য যোগ করা + আপডেট করা + ডিলিট করা, অর্ডার পিক-আপ + ক্যান্সেল, ইউজার ম্যানেজমেন্ট, রোল বেইজড পারমিশন, এডমিন প্রোফাইল, ইনবক্স সহ আরো অনেক প্রয়োজনীয় ফিচার।
- বিকাশ পেমেন্ট গেটওয়ে।
- বিক্রয়োত্তর সাবক্ষনিক সেবা।
প্যাকেজ মূল্যঃ 25,000/=
For Booking (Call Us : 01711-872243)
>myNGO ওয়েব সাইট থেকে যে সার্ভিসটি আপনি কিনতে চান, সেই সার্ভিসে প্রবেশ করে ‘‘এখনই কিনুন’’ বাটনে ক্লিক করুন;
>সার্ভিসটি কিনতে আপনার ই-মেইল ও মোবাইল নম্বর দিয়ে ফরমটি ফিলআপ করে “পরবর্তি ধাপে এগিয়ে যান” বাটনে ক্লিক করুন।
>এখন পেমেন্ট করতে “পেমেন্ট সম্পন্ন করুন” বাটনে ক্লিক করলে স্বয়ংক্রিয়ভাবে বিকাশের পেমেন্ট গেটওয়ে সাইটে নিয়ে যাবে।
>আপনার বিকাশ নম্বরটি লিখুন; Confirm ক্লিক করুন।
>আপনার মোবাইলে বিকাশ থেকে পাঠানো ছয় সংখ্যার কোডটি ”bKash Verification Code” এর স্থানে লিখুন; >এরপর, আপনার বিকাশ PIN নম্বরটি লিখুন;
>পেমেন্ট successfully হলে সাথে সাথেই অটোমেটিক সিস্টেমে ফাইল ডাউনলোড অপশন পাবেন । এখন ফাইলটি ডাউনলোড করে ব্যবহার করুন ।
উল্লেখ্য, এই bKash Verification Code ও PIN আমাদের সাইটের জন্য নয়, বিকাশের সাইটের জন্য। সুতরাং, আপনার bKash Verification Code ও PIN আপনার সুরক্ষিত থাকবে। যেমন, আপনি দারাজ, রকমারি ইত্যাদির মত অন্যান্য অনলাইন-মার্কেটে কেনাকাটা করেন ঠিক সেভাবে পেমেন্ট হবে ।
অথবা, বিকাশ/নগদ সেন্ডমানির মাধ্যমে কিনতে পারবেন।
অথবা, সরাসরি কিনতে কল করুন : 01711872243